বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়

স্থাপিত: ১৯৭৩ খ্রিঃ. EIIN: 107800, Inst. Number: 0410011302
ঠিকানা-কুতুকছড়ি, রাঙ্গামাটি, ফোন : ০১৮২০৩২২১৮০, ই-মেইল : info@bmhsc.edu.bd

বাংলা ডোমেইন: বড়মহাপুরমউচ্চবিদ্যালয়.বাংলা

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মকানুন

শিক্ষকদের জন্য নিয়ম-কানুন

  • স্কুলের ভালো ফলাফলের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে সদা সর্বদা সজাগ থাকতে হবে।
  • ক্লাশে কোনোভাবেই দেরি করা যাবে না। স্কুলের পড়া অবশ্যই স্কুলে আদায় করা সকল শিক্ষকের নৈতিক দায়িত্ব।

শিক্ষার্থীদের জন্য নিয়ম-কানুন

  • অবশ্যই অবশ্যই স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে হবে। যথাসময়ের পড়া যথাসময়ে দিতে হবে। স্কুলের পরিবেশ ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ কোেনো শিক্ষার্থী দ্বারা সংগঠিত হলে অবশ্যই সেই শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • স্কুল ড্রেসসহ স্কুলে আসতে হবে। কোনোরকম ময়লা কাপড়চোপড় নিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না।

কর্মচারীদের জন্য নিয়ম-কানুন

  • কোনো শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সাথে কোনোক্রমেই অশালীন বা মনে কষ্ট পাবে এমন কোনো ব্যবহার করা যাবে না। যথাসম্ভব যার যার দাায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করতে হবে।
  • মনে রাখতে হবে স্কুলের সর্বক্ষেত্রে অবদানের জন্য কর্মচারীদের অবদান কোনো অংশেই কম নয়। সুতরাং স্কুলের পরিবেশ শান্তিপূর্ণ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আপনাদের দায়িত্ব আরো বেশি করে পালন করতে হবে।